ব্র্যান্ডিংয়ের সাত সতেরো
“ব্র্যান্ডিংয়ের অ আ ক খ”বইটির সম্পর্কে লেখকের কিছু কথা: ‘ব্র্যান্ডিংয়ের অ আ ক খ’ মূলত ব্র্যান্ডিং সম্পর্কিত আমার লেখা বিভিন্ন নিবন্ধের সংকলন। অবশ্য বইকে পূর্ণতা দিতে নতুন করে কিছু বিষয় লিখতে হয়েছে। কর্পোরেট ও একাডেমিক ক্যারিয়ারে সবসময় চেষ্টা ছিল দেশীয় কোম্পানির ব্র্যান্ডিংয়ে তরুণদের অনুপ্রাণিত করা। বিভিন্ন কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কাজ করতে গিয়ে আমি যেসব বিষয়ে যখন কাজ করেছি সেসময়ের প্রাসঙ্গিক বিষয়গুলাে নিয়েই নিয়মিত লিখেছি। লেখাগুলাের সংকলন থেকে যারা ব্র্যান্ড সম্পর্কে জানতে চান,যেমন- একজন ব্যবসায়ী,একজন ব্র্যান্ড ম্যানেজার অথবা ব্র্যান্ডে ক্যারিয়ার করতে চাচ্ছেন এমন একজন আশা করি ব্র্যান্ডিংয়ের অনেক ক্ষেত্রের প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। এছাড়াও একাডেমিক গবেষণা এবং শিক্ষকতা করতে গিয়ে যেসব বিষয় আমার কাছে উল্লেখ করার মতন মনে হয়েছে সেগুলাের সন্নিবেশ ঘটানাে হয়েছে এই বইটিতে। অনেক সময় আলােচনার সুবিধার্থে ব্র্যান্ডিংয়ের গণ্ডি পেরিয়ে মার্কেটিংয়ের বৃহৎ পরিসরে কিছু বিষয় আলােচনা করতে হয়েছে। প্রত্যাশা রাখছি সেগুলাে আপনাদের কাছে আলােচ্য বিষয়বস্তুকে আরাে সহজ করে তুলবে। বইটি পাঠকদের কাজে লাগলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে। সকলের দোয়া চাই।