প্যারাময় লাইফের প্যারাসিটামল
আমাদের তরুণ প্রজন্মের একটা বড়ো অংশই কোনো না কোনো কারণে একটা সময় হতাশ হয়ে পড়ে। কী করা উচিৎ, কীভাবে করা উচিৎ এই বিষয়গুলো নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগে। আর এই সিদ্ধান্তহীনতা থেকে আসে হতাশা, হতাশা থেকে জন্ম নেয় অনীহা, আর অনীহা থেকে ব্যর্থতা, আর এই ব্যর্থতা থেকে আবার আসে হতাশা। ব্যর্থতা আর হতাশার এই দুষ্টচক্রের আবর্তন থেকে বেরুতে আমাদের কী করা উচিৎ!!!
আমাদের প্যারাময় লাইফে করণীয় নিয়ে ঝংকার মাহবুব লিখেছেন তাঁর অন্যান্য বইয়ের মতো চমৎকার আরেকটি বই প্যারাময় লাইফের প্যারাসিটামল। বইটিতে রয়েছে দারুণ সব টুলস, যেগুলো নিজেকে যাচাই করার জন্য অনন্য সহায়ক হবে। এই বইটিতে আছে সারাদিন কীভাবে কাটাবো তার ঘণ্টাওয়ারি নকশা, জীবনটা গঠনমূলক কাজে ব্যয় হচ্ছে কীনা তার হিসাব, এরকম আরও অনেক চমকপ্রদ বিষয়।