অফিস পরিদর্শন কী কেন কীভাবে
সকল ধরনের অফিস পরিদর্শন-সরকারি কর্মকর্তা, বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সাধারণ ও নৈমিত্তিক কর্মের অবিভাজ্য অংশ। তা আবশ্যকও বটে। কেননা, সরকারের নিদের্শনা সেটাই। কর্মকর্তাগণের নিজের অফিস সময়ে-সময়ে তথা নিয়মিত বিরতিতে এবং তার অধীনে থাকা (নিয়ন্ত্রণকারী হলে তো অবশ্যই) বিভিন্নস্তরের অফিস বা দপ্তরসমূহ মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক বিরতিতে পরিদর্শন (আকস্মিক বা অনির্ধারিত পরিদর্শন-সহ) করা তাদের স্বাভাবিক দাপ্তরিক কর্মকাণ্ডেরই অংশ। আর নিয়ন্ত্রণকারী হলে, এই পরিদর্শনকার্যের কিছু তিনি স্বয়ং করবেন এবং অধিকাংশই করাবেন তার নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাদের দিয়ে।
মনে রাখতে হবে, সরকারি অনেক অফিস, বিশেষত মাঠপর্যায়ের অফিসগুলো কারা অর্থাৎ কোন পর্যায়ের কর্মকর্তাগণ কখন-কীভাবে করবেন, সেসম্বন্ধে সরকারের (‘সরকার’ বলতে এখানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ বুঝতে হবে) স্পষ্ট, লিখিত নির্দেশনা রয়েছে। প্রসঙ্গত, এতদ্বিষয়ক লিখিত সরকারি আদেশ-নির্দেশাবলি সেই ইংরেজ/ব্রিটিশ যুগ থেকে নিয়ে মধ্যে সাবেক পূর্বপাকিস্তান যুগে (এসময় ইংরেজ/ব্রিটিশ আমলের বিধি-বিধানগুলোর স্থানবিশেষে কম-বেশি সংশোধনসাপেক্ষে বহাল ছিল) যেমন ছিল, তেমনি বাংলাদেশ আমলেও তা রয়ে গিয়েছে। তবে অবশ্যই এপর্যায়েও সময়ে-সময়ে কিছু পরিবর্তন তথা সংযোজন-বিয়োজন হয়েছে।