সাফল্যের চাবিকাঠি কীজ টু সাকসেস
সাফল্য পেতে হলে জীবনের একটা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। সে উদ্দেশ্য কে সফল করার জন্য কাজ যেতে হয় নিরলসভাবে। সাফল্যের জন্য কোনো সহজ ও শর্টকাট রাস্তা নেই বৈধ উপায়ে। তাই জীবনে সফল হতে গেলে কিছু নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে। লেখক নেপোলিয়ন হিল তাঁর এই বইতে সাফল্যের অনেকগুলো পন্থার কথা পাঠকদের জন্য তুলে ধরেছেন। যা পাঠ করে পাঠকগণ উপকৃত হবেন বলে বিশ্বাস।