বাংলাদেশে বাজেট অর্থনীতি ও রাজনীতি
বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি পরার্থপরতার অর্থনীতি,আজব ও জবর আজব অর্থনীতি এবং দারিদ্রের অর্থনীতি : অতীত,বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে তিনটি জনপ্রিয় বই লিখেছেন অর্থনীতিবিদ আকবর আলি খান। অর্থনীতির কঠিন বক্তব্যকে সহজ ভাষায় তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জানেন। বাজেটের অর্থনীতি ও রাজনীতি জটিল বিষয় হওয়া সত্ত্বেও গণতন্ত্রের বিকাশের জন্য এ সম্পর্কে সাধারণ মানুষের সুষ্ঠু ধারণার প্রয়োজন। সচিব হিসেবে তিনি ৯টি বাজেট প্রণয়ন করেছেন। এ ছাড়া বাজেট সম্পর্কে তিনি গবেষণা করেছেন। গবেষণার তথ্যসমূহ সাধারণ পাঠকের জন্য বৈঠকি মেজাজে সহজ ভাষায় উপস্থাপন করেছেন। পাঠকেরা এ বই পড়ে একই সঙ্গে আনন্দিত হবেন ও আলোকিত হবেন।