ভারতবর্ষে মুসলিম শাসন : হাজার বছরের ইতিহাস
প্রত্যেকেরই ইতিহাস পাঠের অভিজ্ঞতা আছে। কত দেশের কত ইতিহাস পড়া হয়, কিন্তু যে ভারতবর্ষের সন্তান আমরা তার ইতিহাস কতটুকু জানি? জানার সুযোগও তেমন নেই। চাপা পড়ে গেছে কিংবা চাপা দেওয়া হয়েছে উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস। প্রকাশিতব্য ‘ভারতবর্ষে মুসলিম শাসন : হাজার বছরের ইতিহাস’ গ্রন্থটি সে অভাব কিছুটা পূরণ করবে। হিন্দুস্তানে ইসলামের সূচনার পর্যালোচনা দিয়ে শুরু-করা গ্রন্থটিতে মুহাম্মাদ বিন কাসিম এবং তৎপরবর্তী মুসলিম শাসনের বিশ্লেষণ এসেছে একের পর এক। বিভিন্ন সাম্রাজ্য রাজবংশ সালতানাত ও পরিশেষে ব্রিটিশদের ভারত দখলের ইতিবৃত্ত, তাদের চলে যেতে বাধ্য হওয়ার উপাখ্যান, দুরভিসন্ধিমূলক বিভাজন-নীতি সহ ইত্যাদি বিষয় এসেছে।