বড়ো ব্র্যান্ডের বড়ো ব্যর্থতা
পৃথিবীতে ব্র্যান্ডিং-মার্কেটিং নিয়ে যত বই লেখা হয়েছে তার সবগুলোই আপনাকে বলে, “এটা করুন, সেটা করুন।” কিন্তু কী করা যাবে না, তা কেউ বলে না। অথচ মানুষ তার ভুল থেকেই সবচেয়ে বড়ো শিক্ষা পায়। সফল হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করতে হবে।
ইন্টারন্যাশনাল বেস্টসেলিং অথর ম্যাট হেইগের এই বইটি এখানেই একদম ব্যতিক্রম। বইটি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, পর্যাপ্ত বিনিয়োগ, প্রচারণা ও ম্যান-পাওয়ার থাকা সত্ত্বেও বিশ্বের নামিদামি অসংখ্য ব্র্যান্ড কী করে ব্যর্থতার স্রোতে হারিয়ে গিয়েছে, কীভাবে বাজারে মুখ থুবড়ে পড়েছে তাদের স্বপ্নের পণ্য।
বইটিতে লেখক গল্পের মতো করে বলছেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ব্যর্থতার চমকপ্রদ অর্ধশতাধিক কেস স্টাডি। প্রতিটি কেস স্টাডি তিন ভাগে ভাগ করা হয়েছে-ব্যর্থতার কারণ, প্রতিকার ও ব্যর্থতা থেকে প্রাপ্ত শিক্ষা। সেই সাথে বাংলাদেশের কিছু ব্যর্থ উদ্যোগের কথাও আমরা যুক্ত করেছি বইটির শেষে। ফলে বইটি হয়ে উঠেছে প্রতিটি উদ্যোক্তার জন্য একজন সুযোগ্য মেন্টর।